নোনাধরা দেওয়ালে শ্যাওলা ধরা কার্নিশে
নতুন সবুজ
অকাল বৃষ্টির।
চিরবিচ্ছেদ আর পুনর্মিলনের মধ্যবর্তী বিরতিতে
আমি দিশাহীন।
জানালার কপাটে আছড়ে পড়া বৃষ্টির দীর্ঘশ্বাস
পরিস্ফুট করে নীরবতাকে।
সাঁকো তৈরি হয় একটা অতীত ও বর্তমানের,
আমি ও আরেকজন আমির মধ্যে।
চার দেওয়ালে ধাক্কা লেগে লেগে
আমি ছায়ামূর্তি নিজের কাছে নিজে
তখন।
Leave a Reply