তোমার স্মৃতিদের বুঝিনা তাই হেমন্তের রং মেখে
বারান্দায় তারা যখন বসে তখন বুঝি–
ভূলে থাকা আসলে দিদার কাছে শোনা
মহাভারত রামায়ণ বা রূপকথারা
যাদের ভূলেও ভোলা হয়না।
তুমিও শুনিয়েছিলে–
অনেক গান; কয়েকটা কবিতা
তারাও আসে ফ্যাকাশে হওয়া নীলরঙা হয়ে।
আমার, না তোমার ও আমার, বারান্দায়
তখন আমাদের গল্পের অসমাপ্তি ধরা দেয়ে
ফিকে হওয়া আকাশী দেওয়ালে।
Leave a Reply