সমান্তরাল ভাবে চলে আমাদের জীবন
ছায়াতে আমাদের মিলন।
ব্যস্ত সময়ের আয়না অস্থির ঝাপসা
তারই মধ্যে আমাদের আলাপচারিতা।
মন খারাপের অবকাশ পেলে
না-বলারা এসে দাঁড়ায় রাস্তার পাশে;
এক মুঠো রাত তখন চাঁদের বুড়ির চরকায়
মিহি স্বপ্নের আলপোনা বোনে।
সংবাদ
Leave a Reply